সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ও দেশবরেণ্য চিকিৎসক আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিকক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা সমাজ পরিবর্তনের অন্যতম কারিগর।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) স্টেশন রোডস্থ মালাবি বাসভবনে সকাল ১০ ঘটিকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকমণ্ডলীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের সার্বিক উন্নয়ন তুলে ধরার পাশাপাশি হাবিবে মিল্লাত আরও বলেন, “জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার সারাদেশের অভূতপূর্ব উন্নয়ন করেছেন। আমার নির্বাচনি এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাকাভবন নির্মাণ করা হয়েছে। এলাকার সকল রাস্তাঘাট উন্নয়ন করা হয়েছে। শিক্ষাবান্ধব সরকার শিক্ষার মানোন্নয়নে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে।”

সিরাজগঞ্জ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোছা. খাদিজা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষকগণ।

মতবিনিময় সভায় সিরাজগঞ্জ সদরের এস. বি. রেলওয়ে কলোনী হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আশরাফুল ইসলাম, উত্তরণ মহিলা কলেজের অধ্যক্ষ মো. নুরুল ইসলাম সেখ, কামারখন্দের ইসলামনগর দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. বজলুর রহমান, ইছামতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পা রহমানসহ ১০৫ জন শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই