নরসিংদীর রায়পুরায় প্রবাসীর পক্ষ থেকে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০টি উন্নত মানের আমরুপালি জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মাঠে এ সব চারা বিতরণ করা হয়।
উপজেলার ২০টি বিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রধান শিক্ষককের হাতে চারাগুলো তোলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন ও মোঃ মোয়াজ্জেম হোসেন প্রমূখ।
জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরিপুর গ্রামের আমেরিকা প্রবাসী আয়েশা বেগমের নিজ অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেন। উপজেলার ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৫০টি উন্নত মানের আমরুপালি জাতের চারা উপহার দেন।
বার্তাবাজার/এম আই