সারাদেশের সাথে মিল রেখে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় উপজেলা পর্যায়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় ”পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদের সভাকক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ সুলতানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, শরিফুল ইসলাম, ইসরাত জাহান ওয়ারেছী সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।
বার্তা বাজার/জে আই