ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকদ্রব্য ৯৮ কেজি গাঁজা, মোটরসাইকেল ও প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ী আটক।
রবিবার সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজা থেকে মাদকসহ তাদের আটক করেন আশুগঞ্জ থানা পুলিশ।
আটককৃত চারজন মাদক ব্যবসায়ীয় হবিগঞ্জের মাধবপুরের। তারা হলেন, চৌমুহনীর সেলিম মিয়ার ছেলে মাজহারুল ইসলাম, খরশপুরের জোনাব আলীর ছেলে মাজহারুল ইসলাম, আহম্মদপুরের শাহানুর রহমানের ছেলে মশিউর আলম ও আব্দুল আহাদের ছেলে স্বপ মিয়া। এসময় মাদক ব্যবাসায়ীদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও প্রাইভেটকার জব্দ করা হয়।
আশুগঞ্জ থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা নাহিদ আহমেদ জানান, গোপন সংবাদের বিত্তিতে অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য ৯৮ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়েছে। তাদের বিরোদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বার্তাবাজার/এম আই