নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আশুগঞ্জে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। শনিবার বিকেলে হাইওয়ে রেস্টুরেন্ট রাজমণিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য শেখ মোঃ শামীম।

আশুগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি হাজী মো: শাজাহান সিরাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস. এন. তরুণ দে, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাজী মোহাম্মদ মোবারক হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি হাজী মোঃ হেলাল শিকদার।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির মুন্সী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়। অনুষ্ঠানে আলোচক বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক আলমগীর খা, উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান বাবুল, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুফ আহমেদ তোফাজ্জল।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য উপজেলা বিএনপির সহ সভাপতি মোসা মিয়া, হাজী মোঃ হেলাল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি জামাল উদ্দিন, এডঃ জসিম উদ্দিন, এডঃ মেজবাহ উদ্দিন, ডাঃ বোরহান উদ্দিন, নোয়াব আলী, অর্থ সম্পাদক খলিলুর রহমান, চার চারতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, আশুগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আবু ইউসুফ মুন্নী, তালশহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাফি উদ্দিন, তারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামদু মিয়া, লালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুর মিয়া, শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব হুমায়ুন কবির, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক নাঈম, আশুগঞ্জ বন্দর সাবেক সংগঠনিক সম্পাদক রুবেল আহমেদসহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষীকীর কেক কাটেন বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, অবিলম্বে এক দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। আর না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। তাই দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন দেয়ার দাবি জানান।

বার্তাবাজার/এম আই