গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পটুয়াখালীতে মুখে কালো কাপড় বেধে মৌন মিছিল করেছে জেলা বিএনপি।

বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টায় জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি’র নেতৃত্বে শহরের বনানী রোডস্থ বিএনপির কার্যালয় থেকে মৌন মিছিলটি শুরু হয়ে পৌরসভা মোড় হয়ে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

মৌন মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংসু সরকার কুট্টি বলেন, আমরা এক দফা আন্দোলনের মধ্যে আছি। এই ফ্যাসিস্ট সরকার আমাদের জাতীয়তাবাদী ভাইদের গুম করে আমাদের আন্দোলন থামাতে চায়। গুম, খুন, নির্যাতন করে আমাদের আন্দোলন থামানো যাবে। প্রত্যেকটি গুম খুনের বিচার এই বাংলার মাটিতেই হবে। শেখ হাসিনা সরকারকে তীব্র আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করা হবে।

এসময় জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া, সদস্য দেলোয়ার হোসেন খান নান্নু, সদস্য এ্যাড. মজিবর রহমান টোটনসহ পটুয়াখালী জেলা বিএনপি, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এম আই