৭৫ এ বঙ্গ বন্ধু কে হত্যা করার পর তার প্রতিবাদে আবার বেরিয়ে ছিলাম। আজ আওয়ামী লীগের লোক দেখে না।চিন্তে পারে না। গালা গালি করেন। আমরা প্রতিবাদ না করলে জিয়াউর রহমান এত দিন বেহেস্তে অথবা নরকে পাঠিয়ে দিতো। আজকে যে আওয়ামী লীগারা বেঁচে আছেন ৭৫ এ আমাদের প্রতিবাদের জোরে বেঁচে আছেন।

বুধবার (১৬ আগস্ট) টাঙ্গাইলে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের কুমারপাড়ায় মাকড়াই দিবসে প্রধান অতিথির বক্তব্যবে কথাগুলো বলেছেন মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

কৃষক শ্রমিক জনতালীগ ঘাটাইল উপজেলা শাখা আয়োজিত, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের ঘাটাইল উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হালিম মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, বাংলাদেশ কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার কৃষক শ্রমিক জনতালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শামীম আল মুনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা বদিউর রহমার বদি,টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতালীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম আবু সালেহ হিটলু।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতালীগের ঘাটাইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সোবাহান সরকার,যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাদশা আাজাদ, কৃষক শ্রমিক জনতালীগের ধলাপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল হায়দার, কৃষক শ্রমিক জনতালীগের দেওপাড়া ইউনিয়ন সভাপতি মোঃ আলতাফ হোসেন, ধলাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সালাম সরকার সঞ্চলনায় ছিলেন বাংলাদেশ কৃষত শ্রমিক জনতালীগের ঘাটাইল উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতিক হাবিব প্রমুখ।

উল্লেখ্য, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী ১৯৭১ সালের ১৬ আগস্ট মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আহত হন। আর এ দিনকে মাকড়াই দিবস হিসেবে পালিত হয়।

বার্তাবাজার/এম আই