জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কোলা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ এর ব্যক্তিগত কার্যালয়ে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তিথী রাণী ভদ্র, কোলা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক অলিয়ার রহমান সাগর, কোলা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান, আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, নজরুল ইসলাম, আকবার আলী, ইদ্রিস খান, জাকির হোসেন, ইউনুস খান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন কোলা ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম সবুজ। আলোচনা অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস সফল ভাবে পালানোর লক্ষে এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা ।
বার্তা বাজার/জে আই