নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের ১০জন মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন ছাত্রীদের হাতে এই সাইকেল তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিনসহ শিক্ষক শিক্ষার্থীরা।

আজগর হোসেন জানান, বাল্যবিয়ে বন্ধে সরকার বিভিন্ন প্রোগ্রাম, প্রকল্প ও কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়নের কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার উপজেলার তিনটি বিদ্যালয়ের ১০জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। সাইকেল পেয়ে তারা সহজে স্কুলে যেতে উপকৃত হবে। শিক্ষিত নারীই পারেন সমাজের সকল অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে। তারা যখন নিজেদের অধিকার আদায়ে সচেতন হবেন তখন আশেপাশের মানুষগুলো অন্তত নড়েচড়ে বসবে। কোনও কিছু চাপিয়ে দিতে তারা ভাববে। এখন সময় এসেছে নারীদের নিজেদের অধিকার বুঝে নেওয়ার।

বার্তাবাজার/এম আই