সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটের পর নবম শ্রেণির ছাত্র রাজপ্রতাপ দাসের মৃত্যুর অভিযোগে গ্রেফতার ৪ শিক্ষকের জামিন নামঞ্জুর হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কালিগঞ্জ) রাকিবুল ইসলামের আদালতে এ জামিন নামঞ্জুর হয়।

সাতক্ষীরা আদালতের আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহমান জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আসামিদের জামিন নামঞ্জুর করেছেন। আমরা এ আদেশের বিরুদ্ধে উচ্চতর আদালতে যাব।

প্রসঙ্গত, গত রোববার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জের নলতা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকের মারপিটের পর রাজপ্রতাপ দাস (১৫) নামে এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ওই ছাত্রের পিতা বাদী হয়ে সোমবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলায় স্কুলের প্রধান শিক্ষকসহ ৫ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ হেফাজতে থাকা প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মুহিত, সহকারী শিক্ষক অবকাশ চন্দ্র খাঁ ও সিদ্ধার্থ রায় চৌধুরীকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। ওই দিন বিকেলে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এদিকে ঘটনার পর থেকে স্কুলে পাঠদান বন্ধ রয়েছে। এতে ব্যাহত হচ্ছে শ্রেণি কার্যক্রম। বিদ্যালয় বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।

বার্তাবাজার/এম আই