কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার অন্তর্গত রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আরিফুল হক, পিএসসি এর সার্বিক দিক নির্দেশনায় এবং ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর মোঃ রকিবুল ইসলাম, পিএসসি এর পরিকল্পনায় ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে রামকৃষ্ণপুর বিওপির টহল কমান্ডার নাঃ সুবেঃ মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত পিলার ১৫৭ হতে আনুমানিক ১৫০০ গজ ।

বিজিবি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশের অভ্যন্তরে নীচপাড়া মাঠের এক পার্শ্বে এ্যাম্বুশ করে। বৃহস্পতিবার সকাল ৭ টার সময় ১ জন ব্যক্তি বাই সাইকেলযোগে নীচপাড়া মাঠ দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে উক্ত ব্যক্তি সাইকেল ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। তৎক্ষনাৎ বিজিবি সদস্যগণ উপস্থিত জনসাধারণের সম্মূখে বাইসাইকেলটি আটক ও তল্লাশি করে দেখতে পায় যে, বাইসাইকেলের সিটের নিচে লোহার পাইপের ভিতরে কাপড়ে মোড়ানো ১.৩৯৮ কেজি স্বর্ণ (১১৯.৮৫৫ ভরি, ১২টি বার, দ্বিখন্ডিত মোট ২৪ টুকরা)।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আরিফুল হক বলেন, বাংলাদেশের অভ্যন্তরে নীচপাড়া মাঠের মধ্যে। বৃহস্পতিবার সকালে ১ জন ব্যক্তি বাই সাইকেলযোগে নীচপাড়া মাঠ দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাকে চ্যালেঞ্জ করে। বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে একজন ব্যক্তি সাইকেল ফেলে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। সেই সময় স্বর্ণ ও একটি বাইসাইকেলের জব্দ করা হয়।

১.৩৯৮ কেজি স্বর্ণ জার আনুমানিক মূল্য (এক কোটি উনিশ লক্ষ তিরাশি হাজার পাঁচশত চৌদ্দ টাকা) জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী কুষ্টিয়া দৌলতপুর থানায় সাধারণ ডাইরী করার কার্যক্রম এবং বর্ণিত স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/রাহা