নওগাঁর ধামইরহাটে মো. নজরুল ইসলাম (৩৩) নামের এক কৃষকের ৮ শতাংশ জমির আমন রোপা ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষ।

গতকাল সোমবার (২১ আগস্ট) বিকালে এ ঘটনাটি ঘটে। নজরুল ইসলাম উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত চককালু গ্রামের মো. মোতাফফর হোসেন এর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, চককালু মৌজায় ৩৮নং আরএস খতিয়ানে তফশীলি ১ একর ১৪ শতাংশ জমিতে প্রতি মৌসুমের ন্যায় চলতি মৌসুমে কৃষক নজরুল ইসলাম ও তার ভাই রবিউল ইসলাম আমন রোপা ধানের চারা রোপণ করে। পরে লোক মাধ্যমে সোমবার বিকালে জানতে পারেন ওই জমির ৬শতাংশ ধানের চারা হাত ও কোঁদাল দিয়ে নষ্ট করেন প্রতিপক্ষরা।

কৃষক নজরুল ইসলাম জানান, অনেক কষ্ট করে ওই জমিতে ধানের চারা রোপণ করেছিলাম। এঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনী সহযোগীতা কামনা করছি।

পরে কৃষক নজরুল ইসলাম বাদি হয়ে একই এলাকার কামরুল ইসলাম দেওয়ান, সুরাইয়া জান্নাত, মো. নাজিমুল, আমিরুল ইসলাম, মোসা. নুরজাহান ও পার্শবর্তী উদয়শ্রী এলাকার শরিফুল ইসলামের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ধামইরহাট থানার ওসি মো. বাহাউদ্দীন ফারুকী জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বার্তাবাজার/এম আই