ঝালকাঠির নলছিটিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। নলছিটি পৌরসভার আয়োজনে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

বুধবার (৬ নভেম্বর) সকালে শহরের ফেরিঘাট এলাকার সড়ক ও মহিলা মাদরাসার সামনে পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম।

ইউএনও নজরুল ইসলাম বলেন, পৌর শহরকে পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গুর বংশ বিস্তারের হাত থেকে মানুষকে রক্ষায় তারা বিডিক্লিন’র সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।

 

বার্তাবাজার/এসএইচ