‘শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মতবিনিময় সভা করেছেন। বুধবার (৬ নভেম্বর) দুপুরে আলফাডাঙ্গা সরকারি কলেজ ও আলফাডাঙ্গা আদর্শ কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এই মতবিনিময় সভা করেন তারা।

মতবিনিময় সভায় অংশ নেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হুদা সুজন, রেজওয়ান ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক নিয়ামত হোসেন পারভেজ। মতবিনিময় সভায় কেন্দ্রীয় ও জেলা ছাত্রদলের নেতাকর্মীরা জানান, জুলাই বিপ্লবে বাংলাদেশের টোটাল রাজনৈতিক প্রেক্ষাপট বদলে গেছে। গতানুগতিক রাজনীতির ধারা আর নেই। আমরা সবাইকে জানাতে এসেছি আমাদের দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা। এই দফাগুলোর মধ্যে সাধারণ মানুষের সব উত্তর রয়েছে। সাধারণ ও ছাত্রদলের শিক্ষার্থীরা রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে পদত্যাগ করাতে সক্ষম হয়েছে। ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে তাদের কর্মকাণ্ডের জন্য। আগামীতে দেশের প্রতিটা স্কুল-কলেজে সুন্দর সুশৃঙ্খল ছাত্র রাজনীতি দেখবে বাংলাদেশের মানুষ।

এসময় আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক আশিকুজ্জামান রাব্বি, আলফাডাঙ্গা আদর্শ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব শামীম চৌধুরী আব্দুল্লাহ্, আলফাডাঙ্গা সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল জব্বার, আলফাডাঙ্গা আদর্শ কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সজিব মোল্যা, বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরব আলী, পৌর শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফয়সাল হোসেন তমাল ও পৌর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য সাদি হাসানসহ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।