ভোলায় যৌথবাহিনীর অভিযানে ৩টি গ্রেনেড ও ৪টি ধারাল অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (৬ই নভেম্বর) ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশার দক্ষিণ চরপাতা নামক এলাকা যৌথবাহিনী অভিযান চালিয়ে মোঃ সুজন নামের এক সন্ত্রাসীকে আটক করেন। আটককৃত সুজন উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের চরকালী এলাকার স্থানীয় বাসিন্দা।
সকাল ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে: কমান্ডার রিফাত আহাম্মেদ এক প্রেস ব্রিফিং এ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সমন্বয়ে কোস্টগার্ডের একটি দল সদর উপজেলার ইলিশা ইউনিয়ানের পশ্চিম চরপাতা এলাকায় একটি অভিযান চালায়। এসময় ৩টি গ্ৰেনেড ও একটি চাইনিজ ছুরি ও ৩টি দেশীয় ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ সন্ত্রাসী মোঃ সুজনকে আটক করা হয়।
আটককৃত যুবক দীর্ঘ দিন যাবৎ চাঁদাবাজি ,জমি দখল ও ভয়ভীতি প্রর্দশন করে বিভিন্ন ধরণরে অপর্কম পরচিালনা করে আসছিলো বলেও কোষ্টগার্ড প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে। পরে আটককৃত সন্ত্রাসী সুজন ও জব্দকৃত আলামত ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
বার্তাবাজার/এসএইচ