ঝালকাঠির কাঁঠালিয়ায় ছাত্রদলেরে ২ নেতাকে কুপিয়ে আহত করায় সন্ত্রসীদের বিচার ও গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার জোড়খালী নতুন বাজারে এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ রাকিবুল ইসলাম তুষার, পাটিখালঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান মাস্টার, আহত নাজমুল ইসলাম রাব্বির মামী শাহানা বেগম ও শারমিন প্রমুখ।
বক্তারা সন্ত্রাসী রায়হান হোসেন লিটু জোমাদ্দার, জুয়েল খান, ছবুর খান, ফারুক জোমাদ্দার, জাকির হোসেন বাদল, সুমন খানসহ জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্ত শাস্তির দাবী জানিয়েছেন। এরআগে, গত ২ নভেম্বর আমুয়ায় যুবদলের মিটিং শেষে বাড়ি ফেরার পথে জোড়খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মটর সাইকেলের গতিরোধ করে পাটিখালঘাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাজমুল ইসলাম রাব্বি ও সাধারন সম্পাদক শাওন বেপারীকে কুপিয়ে আহত করে। এদেরকে প্রথমে আমুয়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নেয়া হয়েছে।
বার্তাবাজার/এসএইচ