কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চার মানবপাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় জিম্মিদশা থেকে ৩ নারী, ৯ শিশুসহ মোট ১২ জনকে উদ্ধার করা হয়েছে। রোববার দিবা গত রাত (৪ নভেম্বর) রাত দুইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের লম্বরী পর্যটন বাজার সংলগ্ন ফয়সালে সুপারি বাগান থেকে তাদের উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দীন।

ধৃতরা হলো- সদর ইউনিয়নের দক্ষিন লম্বরী এলাকার মোঃ কাশেমের ছেলে নুরুল আমিন (২৫), কেফায়েত উল্লাহর ছেলে নুরুল আফসার (১৯), হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার আবু তাহেরের ছেলে মিনহাজ উদ্দিন (২০) ও নোয়াখালী জেলার হাতিয়া থানার জাহাজমারা এলাকার রফিক সরকারের ছেলে মোঃ আল আমিন (২৪)। ওসি জানান, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে কিছু সংখ্যক নারী ও শিশুকে টেকনাফ সদর ইউনিয়নের সদর ইউনিয়নের লম্বরী পর্যটন বাজার সংলগ্ন ফয়সালে সুপারি বাগানে জিম্মি করে রাখা হয়েছে এমন গুপন সংবাদের ভিত্ততে অভিযান চালায় পুলিশ। অভিযানকালে পালানোর সময় চারজনকে আটক করা হলেও সদর ইউনিয়নের ফয়সাল (২৫), আজিমুল্লাহ (২৭), ইসমাইল (২৬), ফেরদৌস আক্তার (৩৮), মোঃ ইউনুছ (২১), মোঃ রফিক (১৯), সাইফুল্লাহ (৪০) সহ আরো অজ্ঞাত ৩/৪ জন পালিয়ে যায়। পরে জিম্মিদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃতরা প্রত্যেকে উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের বাসিন্দা বলে জানায়। এই ঘটনায় ধৃত ৪ জনসহ ১১ জনের নাম উল্লেখ করে টেকনাফ থানায় একটি মানবপাচার মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃতদের আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

   বার্তাবাজার/এসএইচ