চট্টগ্রামে দেশীয় অস্ত্র ও গুলি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (০৪ অক্টোবর) বিকালে বিষয়টি জানান বাকলিয়া থানার ওসি ইফতেখার উদ্দিন।

তিনি জানান, রোববার দিবাগত রাত ১টার সময় নতুন ব্রিজ এলাকায় তল্লাশি অভিযান পরিচালনাকালে জনৈক রায়হান ফেরদৌস মোরশেদ (২৪)-এর আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় তাকে তল্লাশি করে তার পকেট থেকে একটি কালো রঙের অবিস্ফোরিত কার্তুজ পাওয়া যায়। রায়হান ফেরদৌস তার মোবাইলটি লুকানোর চেষ্টা করলে পুলিশের সন্দেহ বেড়ে যায়। তার সম্মতিক্রমে মোবাইলটি চেক করলে অস্ত্র হাতে আসামির সেলফি ছবি দেখা যায়। উক্ত ছবির বিষয়ে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করলে সে এক পর্যায়ে স্বীকার করে বন্দুকটি তার নিজ বাড়িতে আছে।

এরই ভিত্তিতে সাতকানিয়া থানার সহযোগিতায় ধৃত আসামির সাতকানিয়া থানাধীন দ্বীপের কুল বাংলাবাজার এলাকার বাড়ি তল্লাশি করে তার দেখানোমতে দেশীয় তৈরি একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এই সময় পুলিশ তার দেখানোমতে মোবাইলের গ্যালারিতে ছবি থাকা ৩০৩ ক্যালিবারের আরেকটি অবিস্ফোরিত কার্তুজ উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিএমপির বাকলিয়া থানায় The Arms Act 1878 অনুযায়ী মামলা রুজু হয়েছে।

 

   বার্তাবাজার/এসএইচ