পটুয়াখালীতে জমিজমা দ্বন্দ্বের জেরে বাবুল মৃধা (৫০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ রফিক মৃধার বিরুদ্ধে। সোমবার (০৪ নভেম্বর) সকাল আটটায় সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের পাঠুখালী গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল মৃধা বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত বাবুল মৃধার স্ত্রী রাহিমা বেগম বলেন, বেশ কয়েক বছর ধরে আমার স্বামীর সাথে প্রতিবেশী রফিক মৃধা, হাসান মৃধা এবং মুকুলদের সাথে জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলতেছে। এর মধ্যে জমি নিয়ে বিভিন্ন সময়ে আদালতে মামলাও হয়। যা পরে আদালত আমাদের পক্ষে রায়ও দেন। কিন্তুু রফিক মৃধা ও তার পরিবারের লোকজন তা মেনে নিতে না পেরে বিভিন্ন সময় আমাদের সাথে ঝগড়া বিবাদ করে। গতকাল রাতেও আমার স্বামীকে মারধরের চেষ্টা করে তারা। পরে আজ সকালে আমার স্বামী (বাবুল মৃধা) সোম্বারিয়া বাজারে যাওয়ার পথে ইউসুফ মুন্সির সামনে রফিক মৃধা, হাসান মৃধা, মুকুল, আসমা, বোন আকিমন, ভাইগ্না মিরাজসহ বেশকয়েক জন হামলা চালিয়ে মারধর করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে রফিক মৃধাসহ তার সাঙ্গু পাঙ্গুরা পালিয়ে যায়। এ ঘটনায় বাবুল মৃধার স্ত্রী পটুয়াখালী সদর থানায় একটি লিখিত অভিযোগ দেন।

তবে রফিক মৃধা জানান, বাবুল মৃধা আমার বাবা মাকে নিয়ে অকথ্য ভাষায় গালি-গালাজ করায় আমাদের মধ্যে হাতাহাতি হইছে মাত্র। আর সে যে জমি নিজের বলে দাবি করে সেই জমির মধ্যে আমারও জমি আছে। যার কাগজপত্র আমার কাছে আছে। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।