পটুয়াখালীর কুয়াকাটা রাখাইন পল্লীতে নির্মানাধীন ভবনের শাটারের নীচে চাপা পড়ে ২ শাটার মিস্ত্রির মৃত্যু হয়েছে। দুজনের মধ্যে একজন কামাল মিস্ত্রি (৪০) আবু বকর (৪২) প্রত্যক্ষদর্শীরা জানান সোমবার( ৪ নভেম্বর) দুপুর ১২ টার দিকে কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট সংলগ্ন। মং উশে বাবুর নির্মানাধীন দোকান ঘরের শাটার ল্যান্টিন ধ্বসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
ওই ল্যান্টিনের নীচেই চাপা পড়ে মিস্ত্রি কামাল ও আবুবকর মিয়া। দু’জনেরই মাথা থেতলে মগজ বের হয়ে যায়। সাথে সাথেই তাদের মৃত্যু হয়। এসময় শত শত লোক জরো হয়ে তাদের মৃত দেহ বের করে আনে। মহিপুর থানা ওসি তদন্ত মোঃ নোমান সহ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। মৃত কামাল ও আবুবকর মিস্ত্রির গ্রামের বাড়ি কুয়াকাটা পৌরসভার নবীনপুর গ্রামে।
বার্তাবাজার/এসএইচ