সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন দেশকে এগিয়ে নিতে সর্বাধিক ভূমিকা রাখবে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক এবং সাহেবজাদা পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের।
গতকাল (১ নভেম্বর, ২০২৪) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল পিঠাঘরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখা কতৃক আয়োজিত এক তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংখ্যানুপাতিক পদ্ধতির নানান কার্যকরী দিক তুলে ধরে তিনি বলেন, বিএনপি ছাড়া বাকি সকল নিবন্ধিত রাজনৈতিক দল এই পদ্ধতিতে একমত হয়েছেন। এই সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিটি ভোটের মূল্যায়ন হবে এবং সকল দলই তাদের প্রাপ্ত ভোটের অনুপাতে নিজেদের সেরা প্রতিনিধিদের সংসদের পাঠাবে। এতে করে প্রতিটি দলের প্রতিনিধিরাই তাদের সর্বোচ্চ সেরাটা দিয়ে জনগণের কল্যাণে কাজ করবে।
কিন্তু এই পদ্ধতিতে বিএনপি কেন আসছে না তার সমালোচনা করে তিনি বলেন, একচ্ছত্র আধিপত্যের স্বপ্ন আর বাস্তবায়ন করতে দেয়া হবে না। সেই স্বপ্ন দেখা বাদ দিয়ে জনগণের কল্যাণে রাজনীতির চিন্তা করতে আহবান ব্যক্ত করেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়া শাখার সভাপতি মুফতি আমিরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি গাজী আবু হোরায়রা এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে মালয়েশিয়াস্থ হাই কমিশন কতৃক প্রবাসীদের প্রতি বৈষম্যের তীব্র নিন্দা জানিয়ে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কাগজের সংকট এবং নানাবিধ কাল্পনিক বানোয়াট সংকট দেখিয়ে এমআরপি পাসপোর্ট বিতরণ হঠাৎ করে বন্ধ করে দেয়ায় চরম বিপাকে পড়েছে প্রবাসী বাংলাদেশিরা। অসংখ্য প্রবাসী শ্রমিকদের ভিসা শেষ হয়ে গেছে পাসপোর্টের অপেক্ষায়। ভিসাহীন এহেন মানবেতর জীবনযাপনের দায়ভার অবশ্যই হাইকমিশনকে নিতে হবে বলে জোরালো বক্তব্য দেন নেতারা।
এই সম্মেলনে আরো বক্তব্য রাখেন মাহাসা ইউনিভার্সিটি এর সাবেক ভিপি বশির ইবনে জাফর, মালয়েশিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মুজাহিদুর রহমান মাসুম, সুবাং শাখা সভাপতি মাওলানা আব্দুর রহিম ও হাফেজ মাওলানা মাসুদ আশ্রাফি প্রমুখ। এছাড়াও কুয়ালালামপুর ও পার্শ্ববর্তী শহরগুলোর শাখা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসএইচ