নওগাঁর ধামইরহাটে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় আবু বক্কর সিদ্দিক (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলার আগ্রাদ্বিগুন এলাকার দক্ষিণখন্ডা নামক এলাকার রাস্তায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ইজিবাইক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহত ব্যক্তি এনদোয়া এলাকার মৃত ওমর উদ্দিনের ছেলে। জানা গেছে, নিহত আবু বক্কর সিদ্দিক সন্দায় পাশের আগ্রাদ্বিগুন বাজার থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলো। পথে বিপরীত দিক থেকে একটি ব্যাটারি চালিত ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক ভাবে আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাইসুল ইসলাম জানান- খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনের নিকট হস্তান্তর করা হবে।

 

বার্তাবাজার/এসএইচ