ময়মনসিংহের ভালুকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মফিজ উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার উথুরা বাজার থেকে তাকে গ্রেফতার করে ভালুকা মডেল থানার পুলিশ।

পুলিশ ও নির্যাতনের শিকার শিশুর পরিবার সূত্রে জানা যায়, ওই শিশুর বাবা জাহাঙ্গীর আলমের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার ধনুকপুর গ্রামে। তিনি ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস ও একই এলাকার বাদশা কারখানায় রাজমিস্ত্রীর কাজ করেন। গত বুধবার (৩০ অক্টোবর) দুপুরে তার সাত বছরের ওই শিশু অন্যান্য শিশুর সাথে এ এলাকার রোমান কারখানার পেছনের মাঠে খেলতে যায়। এ সময় মফিজ উদ্দিন ওই শিশুকে কৌশলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় শিশুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে মফিজ পালিয়ে যান। পরে পরিবারের লোকজন শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় শিশুর বাবা ভালুকা মডেল থানায় মামলা করেছেন।

গ্রেফতার হওয়া মফিজ উদ্দিন উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া গ্রামের আজগর আলীর ছেলে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ সামছুল হুদা খান জানান, ওই ঘটনায় মামলা নিয়ে আসামী মফিজ উদ্দিনকে দুপুরে গ্রেফতার করা হয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ