কয়লা সংকটের কারণে ১২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পনন্ন কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটেরই উৎপাদন বন্ধ হয়ে গেছে। সম্পূর্ণ আমদানি নির্ভর এ বিদ্যুৎকেন্দ্র কবে নাগাদ ফের উৎপাদনে ফিরবে তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। তবে চলতি নভেম্বরের শেষ দিকে বিদেশ থেকে কয়লা এলে এ সংকটের নিরসন হবে আশাবাদী কর্তৃপক্ষ।

অনিয়ম-দুর্নীতি ও মামলার গ্যাড়াকলে জর্জরিত ঋণনির্ভর এ মেগা প্রকল্পটির দুইটি ইউনিটের মধ্যে একটি ইউনিট ২০২৩ সালের জুলাই ও আরেকটি ইউনিট ডিসেম্বরে চালু হয়। চুক্তি অনুযায়ী, জাপানের সুমিতো কর্পোরেশন এ পর্যন্ত ২২ লাখ ৫ হাজার টন কয়লা সর্বরাহ দেয়। সর্বশেষ গত আগষ্ট মাসে সর্বরাহকৃত কয়লার মজুদ পুরোপুরি শেষ হয়ে গেছে।

প্রকল্পের প্রকৌশলী মনোয়ার হোসেন মজুমদার বার্তা বাজারকে জানান, কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড তিন বছর মেয়াদে কয়লা সরবরাহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। সেই সুযোগে সাবেক প্রকল্প পরিচালক আবুল কালাম একটি প্রতিষ্ঠানকে অবৈধ সুবিধা দিতে দরপত্র আহ্বান প্রক্রিয়ায় ১০ মাস দেরি করেন। ওই অনিয়মের অভিযোগ তুলে অপর ঠিকাদারি প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছর জুলাই মাসে হাইকোর্ট কয়লা আমদানিতে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়।

সেই আদেশটি পরে উচ্চ আদালতে স্থগিত করলে দীর্ঘমেয়াদে কয়লা আমদানি অনিশ্চয়তার মুখে পড়ে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার থেকে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ বন্ধ রয়েছে। সংকট কাটাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। নভেম্বরের শেষ নাগাদ কয়লা আমদানী হলে প্রকল্পটি ফের ঊৎপাদন শুরু করবে বলে আশাবাদী।

 

বার্তাবাজার/এসএইচ