পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪। দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্ব দিয়ে শনিবার ২ নভেম্বর ২৪ খ্রি তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে শোভাযাত্রাটি শুরু হয়ে তেঁতুলিয়া শহরের বিভিন্ন এলাকা পদক্ষিণ উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এরপর জাতীয় সঙ্গীতের সাথে জাতীয়পতাকার সাথে সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদ হলরুমে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন সমবায় সমতিরি প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমবায় উদ্যেক্তা ও সংগঠক মহসিন আলী ।

উপজেলা সমবায় কর্মকর্তা মামুন কবিরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। এরপর সমবায় দিবস উদযাপন পরিষদের আহব্বায়ক ও তেঁতুলিয়া কেন্দ্রীয় ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর পক্ষ থেকে মাসুদ আল করিম সরকার, তেঁতুলিয়া উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিঃ এর পক্ষে মামুনুর রশিদ, শাহবাহান রোড ব্যবসায়ীক সমবায় সমিতি: এর পক্ষে মো: আজিজুল হক রঙধনু ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর পক্ষ থেকে দেলোয়ার হোসেন নয়ন, মাঝিপাড়া কৃষিখামার ও ক্ষুদ্র চা চাষী সমবায় সমিতি লি: এর পক্ষ থেকে এ্যাড রফিকুল ইসলাম, বেরং পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: সাঈদুর রহমান বাবলু বক্তব্য রাখেন ।

 

বার্তাবাজার/এসএইচ