ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও ফরিদপুর-১ আসনের বিএনপি নেতা সাহাবুদ্দিন আহম্মেদ নিউটন মিয়া বলেছেন, হিন্দু সম্প্রদায়ের সকলে এই দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে সকল ধর্মের মানুষ এখন নিরাপদ।
শুক্রবার (১ নভেম্বর) রাতে আলফাডাঙ্গা উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালি মন্দিরে আয়োজিত বার্ষিক শ্যামা পূজা ও দীপাবলি উৎসব পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা নিউটন মিয়া বলেন, বিনা ভোটে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে। দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করেছে। ক্ষমতায় থেকে স্বৈরাচার আওয়ামী লীগ সকল সীমা অতিক্রম করেছিল। সীমা লঙ্ঘণের কারণেই আওয়ামী লীগ আজ বিপদে, দেশ ছেড়ে পালাতে হয়েছে শেখ হাসিনাকে।
এসময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ, সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, সাবেক দপ্তর সম্পাদক কাইয়ুম শিকদার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান খান ইয়ানুর ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এম এম জামসেদ হোসেন নয়ন প্রমুখ।
বার্তাবাজার/এসএইচ