নড়াইল সদর উপজেলার যুগল পাঠক (৮১) নামে এক বৃদ্ধের গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) দুপুরে নড়াইল উপজেলার শেখ হাটি ইউনিয়নের হাতিয়াডা গ্রামের মন্দিরের পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম শনিবার (২ নভেম্বর) সকালে বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত, যুগল পাঠক নড়াইল সদর উপজেলার হাতিয়াড়া গ্রামের মৃত পুলিল পাঠকের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিন খুব ভোরে হাঁটতে যান বৃদ্ধ যুগল পাঠক। বৃহস্পতিবার (৩১ অক্টোবর)দিনগত রাত ৪ টার দিকে পূজার প্রসাদ আনার জন্য বাড়ি থেকে বের হন যুগল পাঠক । সকালে বাড়িতে না আসলে অনেক খোজাখুজি করে স্বজনরা। পরে মন্দিরের পাশে রাস্তায় উপর তার ব্যবহৃত জুতা ও লাঠি দেখে পাশের পুকুরে খুঁজলে তার গলাকাটা মরদেহ দেখতে পান। পুলিশকে খরব দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠান।

এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

বার্তাবাজার/এসএইচ