দলের দুঃসময়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফি।
শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় রংপুর নগরীর দর্শনা এলাকায় সংবাদ সম্মেলন করে দলের কেন্দ্রীয় ও স্থানীয় সকল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।শাফিউল ইসলাম শাফি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়ন করতে গেলে জাতীয় পার্টির রাজনীতিতে থেকে সম্ভব নয়। তাই ছাত্র-জনতার বিপ্লবকে এগিয়ে নিতে জাপার সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছি। এ সময় বিগত সময়ের সকল ভুল শুধরে পরিশুদ্ধ রাজনীতিতে জাতীয় পার্টিকে আসার পরামর্শ দেন তিনি।
জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়া শাফিউল ইসলাম শাফি দীর্ঘদিন ধরে রংপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি রংপুর সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। এর আগে তিনি শিক্ষাজীবনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছিলেন।
বার্তাবাজার/এসএইচ