ছাত্র জনতার গনঅভ্যুথানে সংগঠিত গন হত্যার বিচার, বিগত সরকারের দূর্ণীতিবাজদের অর্থ বায়েজাপ্ত করা ও পি আর পদ্ধতিতে নির্বাচনে দাবিতে হাতিয়ায় গণ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে।
সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট প্রতিষ্ঠার লক্ষ্যে বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এই গন সমাবেশের আয়োজন করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের নিঝুমদ্বীপ সাংগঠনিক শাখার সভাপতি মুফতি মো: ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের জেলা দক্ষিন শাখার সহ সভাপতি মাওলানা ফিরোজ আলম।
বক্তব্য রাখেন মাওলানা শহীদুল ইসলাম, ইকবাল হোসাইন, সামছুল হক সৌরভ, মাওলানা নুরুল ইসলাম শরীফ, মাওলানা ইব্রাহীম প্রমূখ। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারা দেশে ইসলামী আন্দোলন বিভিন্ন উপজেলায় এ ধরনের গণ সমাবেশের আয়োজন করছে। সমাবেশকে কেন্দ্র করে বিকালের পর থেকে ইসলামী আন্দোলনের সমর্থকরা বিভিন্ন অঞ্চল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সভাস্থলে এসে উপস্থিত হয়। সন্ধ্যার পর থেকে রাত ৮টা পর্যন্ত চলে এ সমাবেশ। এসময় লোকে লোকারন্য হয়ে যায় নিঝুমদ্বীপ পরিষদ মাঠ।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগষ্ট আন্দোলনে সকল গনহত্যার বিচার করতে হবে। এছাড়া আওয়ামীলীগ সরকারের দূর্ণীতি বাজদের বিচারের আওতায় এরে তাদের সম্পদ বায়েজাপ্ত করতে হবে। তারা আরো বলেন, গতানুগতিক নির্বাচন ব্যবস্থা বাতিল করে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পি আর) পদ্ধতি একটি নির্বাচনী ব্যবস্থা চালু করতে হবে। এটি চালু করলে জনগণের ভোটের ভিত্তিতে আসন বরাদ্দ হবে এবং প্রত্যেক রাজনৈতিক দল বা প্রার্থী তাদের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী আসন পাবে, যা জনগণের ইচ্ছাকে আরও সঠিকভাবে প্রতিফলিত করবে।
বার্তাবাজার/এসএইচ