চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান।

তিনি জানান, গ্রেফতার ফাহিম হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। ২০২২ সালে রেজাউল হক রুবেলকে সভাপতি ও ইকবাল হোসেন টিপুকে সাধারণ সম্পাদক করে চবি শাখা ছাত্রলীগের ৩৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। ওই কমিটিতে ফাহিম হোসেন ছিলেন এক নম্বর সাংগঠনিক সম্পাদক। তিনি বগিভিত্তিক উপগ্রুপ সিক্সটি নাইনের কর্মী ছিলেন।

তিনি গত ১৫ জুলাই চবি’র শহীদ মিনারের সামনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলায় সরাসরি অংশগ্রহণ করেন। বুধবার সন্ধ্যায় ফাহিম হোসেন রিকশাযোগে সোহরাওয়ার্দী হলের মোড়ে এলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলায় গ্রেফতার করা হয়।

ওসি আরও বলেন, ভিডিও ফুটেজে ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অংশগ্রহণের তার প্রমাণ রয়েছে। তাকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

বার্তাবাজার/এসএইচ