সাতক্ষীরার তালায় মটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. মহাসিন গাজী (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি খুলনার কয়রা উপজেলার চরামুখা গ্রামের ফজলু গাজীর ছেলে। আহতরা হলেন, একই উপজেলার জোড়সিং গ্রামের তোরাব আলীর ছেলে সাইদুর রহমান (৩৮) ও লোকমান গাজীর ছেলে জুলফিকার আলী (৪২)।

বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পাইকগাছা-খুলনা সড়কের তালা উপজেলার জাতপুর সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

তালা থানার এস আই মো. আব্দুল্লাহিল আরিফ জানান, নিহত ও আহত ব্যক্তিরা খুলনা থেকে কয়রায় যাওয়ার পথে জাতপুর এলাকায় পৌছলে পিকআপ ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী মহাসিন গাজী ঘটনাস্থলে মারা যায় এবং সাইদুর ও জুলফিকার আহত হয়। এসময় স্থানীয়দের সহায়তায় তালা ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করেন। আহতদের অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক পিকাপ জাতপুর পুলিশ ক্যাম্প জব্দ করলেও চালক পালিয়ে যায়।

 

বার্তাবাজার/এসএইচ