সম্পূর্ণ অবৈধভাবে ফ্ল্যাটের ভাড়া বাড়ানোকে কেন্দ্র করে ফ্লাট ছাড়াতে ভাড়াটিয়াকে বিভিন্নভাবে অত্যাচার ও হুমকি প্রদর্শন করা হচ্ছে। অবশেষে অভিনব এক কায়দা করলেন বাড়িওয়ালা। ভাড়াটিয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করলেন।
এখন একমাত্র ছোট শিশু সন্তান ও বাড়ির ভাড়াটিয়ারা বিদ্যুৎ কষ্টে অতিষ্ঠ হয়ে মানবেতর জীবন যাপন করছেন। এমনই ঘটনা ঘটেছে রাজধানী দক্ষিণখানে এলাকায়। সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, রাজধানীর দক্ষিণখান থানাধীন নগরীয়াবাড়ী রোডের ৬৫২ নম্বর বাসার 3/A ফ্লাটটিতে গত ১ বছর থেকে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন ভাড়াটিয়া আরিফ ভূইয়া । তিনি জানান- গত ৩০/০৮/২০২৪ দুপুরে ভবন মালিক শরীফ কামরুল ইসলাম আমার ফ্লাটে এসে পরবর্তী মাস থেকে ভাড়া বাড়াবে বলে জানান। হঠাৎ বছরের শেষ সময়ে এ ধরনের স্বেচ্ছাচারী কায়দায় কেন ভাড়া বাড়াবেন প্রশ্ন করলে, উত্তেজিত হয়ে যায় বাড়ির মালিক। এক পর্যায়ে ভবন মালিকের সাথে কথা কাটাকাটি হয় এবং তিনি আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে এবং হুমকি প্রদর্শন করে আগামি মাসে ফ্লাট ছাড়ার কথা বলে চলে যান।
এ বিষয়ে নিরাপত্তা চেয়ে দক্ষিণখান থানায় একটি অভিযোগ দায়ের করি। দক্ষিণখান থানা পুলিশ বিষয়টি সমাধানের আশ্বাস দিলেও ভবন মালিক শরীফ কামরুল ইসলাম আমার ফ্লাটের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করে দেয়। ফ্লাটের বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করার কারনে আমার শিশু বাচ্চাসহ পরিবার অনেক কষ্টে আছে। তিনি আরো জানান- আমার স্ত্রী একজন শিক্ষক। ছোট ছোট বাচ্চারা তার কাছে পড়তে আসে। তখন বাড়িওয়ালার সিকিউরিটি পড়তে আসা বাচ্চাদের সাথে অনেক খারাপ আচরন করে এবং বাসা থেকে বের করে দেন।
উপরোক্ত বিষয়ে জানার জন্য বার্তা বাজার প্রতিবেদক ভবন মালিক শরীফ কামরুল ইসলাম’কে মুঠোফোনে বারবার ফোন দেয়ার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেনি। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন এলাকা বাশি জানান- এই ভবনের মালিক শরীফ কামরুল ইসলাম একজন বদমেজাজী ও খারাপ চরিত্রের মানুষ। আমরা তার প্রতিবেশী হয়েও কখনো তার দ্বারা কোন উপকৃত হয়নি। বরং তিনি ভাড়াটিয়াদের বিভিন্নভাবে হেনস্থা করেন। এলাকাবাসীর দাবি অনতিবিলম্বে এর একটা বিহিত করা উচিত।
বার্তাবাজার/এসএইচ