চট্টগ্রামে জুস তৈরির কারখানায় ঘটেছে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা। বুধবার (৩০ অক্টোবর) ভোর ৪টার দিকে নগরীর খুলশী এলাকায় এভারকেয়ার জুস অ্যান্ড এগ্রো কারখানায় উক্ত অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক জানান, ভোর ৪টার দিকে খুলশী এলাকায় এভারকেয়ার জুস অ্যান্ড এগ্রো কারখানায় অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং প্রায় সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া আগুন লাগার কারণে পাশে থাকা একটি আবাসিক ভবনের কিছু বাসিন্দা ধোঁয়ায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করেন।

তিনি আরও বলেন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৬০ লাখ টাকা।

 

বার্তাবাজার/এসএইচ