কারাগারে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির অভিযোগে কক্সবাজারের সাবেক জেল সুপার বজলুর রশিদ আখন্দ ও তাঁর স্ত্রী নাছিমা সুলতানার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মুহাম্মদ হুমায়ুন বিন আহমেদ মামলাটি দায়ের করেছেন বলে নিশ্চিত করেছেন অপর উপপরিচালক সুবেল আহমেদ।

মামলার অভিযোগে বলা হয়েছে, বজলুর রশিদ আখন্দের স্ত্রী নাছিমা সুলতানা একজন গৃহিনী। তিনি স্বামী বজলুর রশিদ আখন্দের সঙ্গে যোগসাজশে অবৈধ পন্থায় দুর্নীতির মাধ্যমে ৬১ লাখ ৭৯ হাজার ৪১১ টাকার সম্পদ অর্জনের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক।

সূত্রটি আরো জানায়, আয়কর নথিতে তিনি ব্যবসায়ী হিসেবে আয়কর দিলেও অনুসন্ধানকালে তাঁর নামে কোনো ট্রেড লাইসেন্স, প্রতিষ্ঠানসহ ব্যবসা সংক্রান্ত কোনো রেকর্ডপত্র দেখাতে পারেননি।

উল্লেখ্য, কক্সবাজার কারাগারে দায়িত্বকালীন সময়ে আসামীকে আদালত কর্তৃক জামিন দেওয়ার পরেও সাবেক জেলসুপার বজলুর রশিদ আখন্দকে মোটা অংকের টাকা না দিলে তিনি বিভিন্ন বাহিনীর মাধ্যমে আসামীকে গ্রেফতার করাতেন। এছাড়াও তিনি কারাবিধি অমান্য করে হাজতীদের ব্যবহার করে কারা অভ্যান্তরে বছরের পর বছর ফার্ণিচার তৈরী করে ঢাকা নিয়ে বিক্রি করতেন। তার এসব বিষয়ের উপর বার্তা বাজারে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশের পর দুদক তার বিষয়ে অনুসন্ধানে নামে।