বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকা টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ আয়োজন উপলক্ষ্যে সিএমপির নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ অক্টোবর) চট্টগ্রাম মহানগরীর সাগরিকায় অবস্থিত জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে পুলিশি নিরাপত্তা ব্যবস্থার একটি সুশৃঙ্খল মহড়া অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা মহড়াটি সরেজমিনে পরিদর্শন করেন মান্যবর সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ মহোদয়।

পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিএমপি কমিশনার বলেন, বরাবরের মতো এবারেও আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে এ টুর্নামেন্ট শেষ করতে পারব। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আশঙ্কার কিছু নেই। অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করে আমরা কারও মনে ভীতির সঞ্চার করতে চাই না। বিদেশিরা নিরাপত্তা নিয়ে বাড়াবাড়ি তেমন পছন্দ করে না। যতটা কম দৃশ্যমান নিরাপত্তা রাখা যায় আমরা সে লক্ষ্যে কাজ করছি। নিরাপত্তা যা আছে সেটা দিয়ে আমরা খেলা শেষ করতে পারব।

এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ আহাম্মদ, বিপিএম, পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আব্দুল ওয়ারীশ, পিপিএম-সেবা ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম ) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া (অতিরিক্ত ডিআইজি) মহোদয়সহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

বার্তাবাজার/এসএইচ