ব্যবসায়ী তাহসিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত আরও একজন আসামিকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি জানান চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন।

তিনি জানান, গত ২১ অক্টোবর বিকাল আনুমানিক সাড়ে ৪ টার সময় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন অদূরপাড়া জাগরণী ক্লাবসংলগ্ন দক্ষিণা বাড়িস্থ ওমর ফারুকের চায়ের দোকানের সামনে কয়েকজন সন্ত্রাসী একটি কালো রঙের নোহা গাড়িযোগে এসে ইট ও বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড শটগানের কার্তুজ ফায়ার করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাহসিনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই প্রেক্ষিতে ব্যবসায়ী তাহসিনের বাবা চান্দগাঁও থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়।

মামলা রুজু হওয়ার পর তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সিএমপির আজ শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় চান্দগাঁও থানাধীন অদূরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ এমরান (১৯)-কে গ্রেফতার করে। ধৃত আসামি ঘটনার দিন ভিকটিমের অবস্থান সম্পর্কে এজাহারনামীয় আসামিদের তথ্য প্রদান করে মর্মে জানা যায়। এমনকি সিসি ক্যামেরার ফুটেজে তাকে সন্দেহজনক অবস্থায় ঘুরাফেরা করতে দেখা যায়। তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এখন পর্যন্ত আসামি এমরানসহ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

 

 

বার্তাবাজার/এসএইচ