২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়। রবিবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৯ টি বিভাগে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন ক্লাসে আগত নবীন শিক্ষার্থীদের স্ব স্ব বিভাগ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
ওরিয়েন্টেশন ক্লাসে আসা নবীন শিক্ষার্থীরাও তাদের নতুন অভিজ্ঞতার কথা প্রকাশ করেন। শিক্ষার্থীদের অনেকে জানায় তারা পছন্দের বিশ্ববিদ্যালয় এবং পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। লালমাটির এই ক্যাম্পাসের সৌন্দর্যে তারা বিমোহিত। ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ২০২৩-২৪ শিক্ষা বর্ষের নবীন শিক্ষার্থী রোশনা আক্তার কারিনা অনুভূতির কথা জানাতে গিয়ে বলেন, গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার মাধ্যমে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছি। এখানে পড়ার সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। স্যারদের জ্ঞানমূলক বাণী শুনে মনে হয়ে তারা খুবই বন্ধু সুলভ। সিনিয়র এবং বন্ধুদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে।
এসময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে ঢাকা থেকে আগত নবীন শিক্ষার্থী সিনথিয়া আক্তার বলেন, আমার এডমিশন জার্নিটা শুরু হয়েছিল এইচএসসি এক্সামের পর থেকেই। আমার শিক্ষক এবং পিতামাতা আমাকে অনেক সাপোর্ট করেছেন এই জার্নির সময়। রাত থেকেই খুব এক্সাইটেড ছিলাম আজকের ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য। সিনিয়র ভাইবোনরা আমাদের সাদরে গ্রহণ করে নিলেন অনেক ভালো লাগছে। ওরিয়েন্টেশন চলাকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী প্রতিটি বিভাগ পরিদর্শন করেন। নতুন শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। এসময় তিনি বলেন, র্যাগিং ও বুলিংয়ের ব্যাপারে প্রশাসন সচেতন। এধরনের কোনো ঘটনা ঘটলে প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আবাসন সংকট রয়েছে। নতুন ক্যাম্পাস চালু হলে সে সংকট থাকবে না। একই সঙ্গে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদের উৎসাহিত করেন।
বার্তাবাজার/এসএইচ