কক্সবাজারে সাগর স্নানে নেমে মাহমুদুর রহমান (১৬) এক মাদ্রাসাছাত্রের মৃ্ত্যু হয়েছে। সে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাংলাবাজার এলাকার দিদারুল আলমের ছেলে ও স্থানীয় জুমছড়ি দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।
শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন। প্রত্যক্ষদর্শী ও লাইফ গার্ড সদস্যরা জানান, শনিবার সকালে পাঁচ বন্ধুর সঙ্গে সৈকতে ঘুরতে আসে মাহমুদুর রহমান। তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে পৌঁছে কিছুক্ষণ ফুটবল খেলে। পরে সবাই সাগরে স্নানে নামে। এক পর্যায়ে মাহমুদুর পানিতে তলিয়ে যায়। এ সময় ভেসে যেতে দেখে বন্ধুদের চিৎকারে লাইফগার্ড ও বিচ কর্মিরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরে তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। মরদেহ মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন তিনি।
বার্তাবাজার/এস এইচ