পটুয়াখালীতে অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছে নুরুল হক মোল্লা ও মুসা মোল্লা গংদের বিরুদ্ধে।
১ জুলাই শনিবার সকাল ১১ টার সময় উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পটুয়াখালী সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আতাহার মোল্লা। এতে নুরুল হক মোল্লা, মুসা মোল্লা, ঈসা মোল্লা, সেরাজ মোল্লা, রাকিব হোসেনসহ অজ্ঞাত ২০/২৫ জনের নাম উল্লেখ করা হয়।
অভিযোগ সূত্রে জানাগেছে, দুর্গাপুর গ্রামের আতাহার মোল্লাদের সাথে একই এলাকার নুরুল হক মোল্লা ও মুসা মোল্লাদের সাথে ভোগ দখলীয় জমি নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। আর সেই বিরোধীকে কেন্দ্র করে আজ সকালে নুরুল হক মোল্লা ও মুসা মোল্লা প্রায় ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আতাহার মোল্লাদের ভোগ দখলীয় জমিতে গড়ে তোলা বসত ঘর ভাংচুর এবং গাছের চারা কেটে চলে যায়। এছাড়া দখলীয় বসতঘর ভাংচুরের পর তারা আতাহার মোল্লাদের বাড়িতে এসে হুমকি দেন।
আতাহার মোল্লার আপন চাচাতো ভাই আব্দুল খালেক জানান, নুরুল হক মোল্লা ও মুসা মোল্লারা আমাদের ৩৩ শতাংশ জমির ভেতর ৩ শতাংশ জমি পাবে যেটা আমরা রেখে বসতঘর তৈরি করি। কিন্তুু তারপরও তারা সকালে সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমাদের জমির গড়ে তোলা বসতঘর ভাংচুর করে। যাতে আমাদের প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়। এছাড়া তারা বিভিন্ন সময় আমাদের হুমকি ধামকি দিয়ে আসছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ই.এক্স/ও.আর/বার্তা বাজার