চট্টগ্রামে ব্যবসায়ী তাহসিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজন আসামিকে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সকালে বিষয়টি জানান চান্দগাঁও থানার ওসি মোঃ আফতাব উদ্দিন।
তিনি জানান, গত ২১ অক্টোবর ২০২৪ বিকাল আনুমানিক ০৪:২৫টার সময় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন অদূরপাড়া জাগরণী ক্লাবসংলগ্ন দক্ষিণা বাড়িস্থ ওমর ফারুকের চায়ের দোকানের সামনে কয়েকজন সন্ত্রাসী একটি কালো রঙের নোহা গাড়িযোগে এসে ইট ও বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিন তাহসিনকে লক্ষ্য করে কয়েক রাউন্ড শটগানের কার্তুজ ফায়ার করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাহসিনকে গুরুতর অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই প্রেক্ষিতে ব্যবসায়ী তাহসিনের বাবা চান্দগাঁও থানায় এজাহার দায়ের করলে হত্যা মামলা রুজু হয়।
মামলা রুজু হওয়ার পর তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার সকালে রাউজান থানাধীন মদের মহল/মদের মাল এলাকা থেকে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত মামলার এজাহারনামীয় ০৫ নং আসামি মোঃ হেলাল (৩৫)-কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যমোতাবেক সমগ্র চট্টগ্রাম মহানগরসহ চট্টগ্রাম জেলার হাটহাজারী ও রাউজান থানায় অভিযান পরিচালনা করা হয়। তথ্য মোতাবেক ঘটনার সঙ্গে সরাসরি জড়িত তদন্তেপ্রাপ্ত আসামি মোঃ ইলিয়াছ হোসেন অপু (২৭)-কে পাঁচলাইশ থানাধীন হাদুমাঝিপাড়া এলাকা থেকে গতকাল বিকালে গ্রেফতার করা হয়। তাদেরকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে।
বার্তাবাজার/এস এইচ