পাবনা – মানিকগঞ্জ  ২য় সেতুর দাবীতে পাবনায় মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আমরা পাবনাবাসীর ব্যানারে শনিবার ( ০১ জুলাই) সকালে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তারা বলেন, মানিকগঞ্জ-পাবনা সংযোগ সেতু হলে পাবনাসহ উত্তর ও দক্ষিণ বঙ্গের প্রায় দশটি জেলার মানুষের যাতায়াতের সুবিধার্থে ও অল্প সময়ে রাজধানী ঢাকার সঙ্গে যোগাযোগের লক্ষ্যে অতি দ্রুত দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হওয়া প্রয়োজন। এছাড়াও দুই বঙ্গের কয়েক জেলার মানুষের নাগরিক সুবিধার কথা বিবেচনা করে মানিকগঞ্জ-পাবনা সংযোগ সেতু ব্যাস্তাবায়নের দাবী জানান বক্তারা।
ই.এক্স/ও.আর/বার্তা বাজার