কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সাব্বির আহম্মেদ উরুফে সোনা মিয়া (৫০) উপজেলার সদর ইউনিয়নের রবরইতলী এলাকার হাজী হাবিবুর রহমানের ছেলে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে সদর ইউনিয়নের বরইতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দীন।
তিনি জানান, ২০২০ সালের ঢাকা দক্ষিন খান থানার একটি মাদক মামলায় সাব্বির আহম্মেদ উরুফে সোনা মিয়ার বিরুদ্ধে ৭ বছরের সশ্রম সাজা ও ৮০ হাজার টাকা অর্থ দন্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। (দক্ষিণ খান থানার মামলা নং ১৬(০৬)২০২০ইং)
আইনী প্রক্রিয়া শেষে ধৃত ব্যক্তিকে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
বার্তাবাজার/এস এইচ