কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শেখ হাসিনা হল ও কাজী নজরুল ইসলাম হলে নতুন আবাসিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার স্বাক্ষরিত আলাদা আলাদা তিনটি চিঠি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
চিঠিগুলোতে উল্লেখ করা হয়, কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষক হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী, শেখ হাসিনা হলের আবাসিক শিক্ষক হিসেবে আইন বিভাগের সহকারী অধ্যাপক সাঈদা তালুকদার রাহী ও রসায়ন বিভাগের প্রভাষক খন্দকার আফরিনা হক’কে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।
বার্তাবাজার/এস এইচ