বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি হওয়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুবি।বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে আনন্দ মিছিল এবং সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিছিলে তারা  ‘ছাত্রলীগ গর্তে, খুনি হাসিনা ভারতে, ছাত্রলীগ জঙ্গি, খুনি হাসিনার সঙ্গী, হইহই রইরই, ছাত্রলীগ গেলি কই, গুন্ডালীগ গেলি কই” স্লোগান দিয়েছে।ফার্মেসি শিক্ষার্থী নাঈম, ‘ছাত্রলীগ গত ১৫ বছরে ছাত্রসমাজের উপর যে অত্যাচার নিপিড়ন, হলের সিট বানিজ্য, পড়াশোনায় বেঘাত ঘটানো, জোরজবরদস্তি করে প্রোগ্রামে নেওয়াসহ কোটা আন্দোলনের বিপ্লব ঠেকাতে ছাত্রদের উপর যে নির্যাতন, হামলা চালিয়েছে তার পরিপ্রেক্ষিতে বর্তামান সরকার তাদের নিষিদ্ধ ঘোষণা করেছে। ভবিষ্যতে যেন এই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ ব্যানারটার নামে বাংলাদেশে কোনো কিছু প্রতিষ্ঠা করতে না পারে বাংলাদেশের ছাত্রসমাজ তাই তাই করবে।

ম্যানেজমেন্ট বিভাগের আব্দুর রহিম বলেন, সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করছি। ভবিষ্যতে যদি ছাত্রলীগের মতো অন্য কোনো সংগঠন মাথাচাড়া দিয়ে উঠতে চায় তাহলে সাধারণ ছাত্রসমাজ তাদের শক্ত হাতে প্রতিহত করব। শুধু ছাত্রলীগই না তাদের মদদদাতা আওয়ামীলীগকেও নিষিদ্ধ করার আহ্বান জানাচ্ছি। উল্লেখ্য, গত ২৩ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দাবির মুখে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

 

 

বার্তাবাজার/এস এইচ