ঘূর্ণিঝড় দানার প্রভাবে আজ ও আগামীকাল শুকবার ভারতের হাওড়া ও শিয়ালদা শাখায় ২৫৮টি লোকাল ট্রেন বাতিলকরা হয়েছে।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ রাত ৮টা থেকে শুক্রবার ১০টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখা মিলিয়ে ১৯০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে, শুক্রবার ভোর ৪টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাওড়া ডিভিশনে ৬৮টি লোকাল ট্রেন বাতিল থাকছে। পরিস্থিতি বিবেচনা করে আরও ট্রেন বাতিল করা হতে পারে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় স্থলভাগে আঁচড়ে পড়তে পারে। এর ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে থাকবে ঝড়ো হাওয়া।

 

বার্তাবাজার/এসএম