বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় দানার প্রভাবে জোয়ারের তোড়ে বার্জের ধাক্কায় কক্সবাজারের ইনানী সৈকতের নৌবাহিনীর জেটিটি ভেঙে দুই টুকরো হয়ে গেছে। চলতি মৌসুমে নভেম্বর থেকে এই ঘাট দিয়ে সেন্টমার্টিন দ্বীপে জাহাজ চলাচলের কথা ছিলো। ফলে ভ্রমণেও দেখা দিয়েছে বিপত্তি।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোন হতাহতেরভসংবাদ পাওয়া যায়নি। জেটি ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন। তিনি জানান, জেটিতে বাঁধা বার্জের ধাক্কায় এই দূর্ঘনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। স্থানীয়রা জানায়, গভীর রাতে জোয়ারের সময় ডেউয়ের তোড়ে জেটিতে বাঁধা বার্জটি সঙ্গে জেটির ধাক্কায় বড় বড় শব্দ শোনা গেছে।
প্রসঙ্গত, গেলো ২০২০ সালে আন্তর্জাতিক নৌ-মহড়ার জন্য বাংলাদেশ নৌবাহিনী জেটিটি নির্মাণ করেছিল। পরে ২০২২ সালে কক্সবাজার নাগরিক ফোরামের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত জেটি অপসারণের জন্য রুল জারি করেছিলেন। অজানা কারনে আদালতের আদেশ উপেক্ষিত হয়েছিল।
বার্তাবাজার/এস এইচ