আওয়ামী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী বায়েজিদুর রহমান সিয়াম, আতিকুল আলম শান্ত, সিটি কলেজের শিক্ষার্থী বোরহান উদ্দিন, রেহানা বুশরা, এরাবিক ইউনিভার্সিটির শিক্ষার্থী তাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা আওয়ামী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসী ছাত্রলীগকে নিষিদ্ধ ও ফ্যাসিবাদের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর পদত্যাগের দাবি জানান।

 

বার্তাবাজার/এসএম