নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে যাতে সব দলের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারেন, তার জোর চেষ্টা চলছে। ইতোমধ্যে বিরোধী দলের সর্বোচ্চ নেতাদের চায়ের দাওয়াত দিয়ে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানানো হয়েছে। দুঃখের বিষয় কোনো সাড়া মেলেনি। আমরা আশাবাদী আগামী নির্বাচনে তারা অংশ নেবে।
বেনাপোল পৌরসভা নির্বাচন উপলক্ষে জেলা নির্বাচন অফিস ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৭ জুন) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার আহসান হাবিব বলেন, পৌর নির্বাচন যাতে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হয় তার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পালসহ পৌর মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
দীর্ঘ ১২ বছর পর আগামী ১৭ জুলাই বেনাপোল পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট তিন জন মেয়র প্রার্থী ও ৬২ জন কাউন্সিলর প্রার্থী অংশ নেবেন। এ নির্বাচনে নৌকা মার্কা প্রতীক নিয়ে মেয়র পদে লড়ছেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জগ প্রতীক নিয়ে ফারুক হোসেন উজ্জ্বল ও মোবাইল ফোন প্রতীক নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান সজন।
বার্তা বাজার/জে আই