ইতালির পেসারো শহরে দক্ষিণ আমেরিকান বংশোদ্ভূত ৪৯ বছর বয়সী এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে বাংলাদেশি এক নাগরিকের বিরুদ্ধে।
ইতালির স্থানীয় গণমাধ্যাম সূত্রে জানা যায়, ৩০ বছর বয়সী ইতালির ভ্যালেফোগ্লিয়ার বাসিন্দা বাংলাদেশি এক নাগরিক ইতালির পেসারো শহরের দক্ষিণ আমেরিকান বংশোদ্ভূত ৪৯ বছর বয়সী এক মহিলাকে একটি কিয়স্কের পিছনে নিয়ে যৌন সহিংসতা করেন,নির্যাতিত ওই নারীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা গিয়ে মহিলাকে উদ্ধার করেন। এবং ধর্ষনকারী বাংলাদেশী নাগরিককে অর্ধনগ্ন অবস্থায় পুলিশ গ্রেপ্তার করেন।
মঙ্গলবার (২২ অক্টোবর) ইতালিয়ান সময় ভোর ৫টায় পিয়াজালে মাত্তেত্তিতে ওই নারী যৌন নির্যাতনের শিকার হন বলে স্থানীয় গণমাধ্যাম রায় নিউজে উল্লেখ করা হয়। স্থানীয় গণমাধ্যাম সূত্রে আরো জানা যায়,পিয়াজালে মাত্তেত্তিতে চত্বরে একটি কিয়স্কের পিছন থেকে চিৎকারের শব্দ শুনে এলাকার বাসিন্দারা অই স্থানে গিয়ে দেখেন বাংলাদেশী নাগরিক ভিক্টিম সেই নারীকে শব্দ করায় গালাগালি করছেন।
এলাকার স্থানীয় বাসিন্দারা হতভাগ হয়ে জানান,এই যায়গাটি অনেক নির্জন, ইতিমধ্যেই গত সপ্তাহে স্থানীয় প্রশাসনের সাথে বৈঠক করে যায়গাটি অধিক নিরাপত্তার জন্য বেশি সংখ্যক সিসি ক্যামেরা বসানোর জন্য প্রশাসন কে অনুরোধ করেন। এই ঘটনাকে কেন্দ্র করে দ্রুত সময়ের মধ্যে সিসি ক্যামেরা স্থাপন হবে বলে মনে করছেন স্থানীয়রা। ৩০ বছর বয়সী বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তারের বৈধতার জন্য ইতিমধ্যেই শুনানির সময় নির্ধারিত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যাম সূত্রে জানা যায়।
বাংলাদেশী নাগরিক কর্তৃক ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশি সাংবাদিক এম কে খলিলুর রহমান বলেন,পেসারো শহরে বাংলাদেশের ৩০ বছরের যুবক ৪৯ বছরের দক্ষিণ আমেরিকান মহিলাকে একটি কিয়স্কের পেছনে জোড় করে নিয়ে রাতে ধর্ষণকালে অর্ধনগ্ন অবস্থায় গ্রেফতার হয়। এভাবেই যদি চলতে থাকে তাহলে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো কিভাবে।এদেশের সরকারও চাচ্ছে আমাদের ভুল ধরতে কারণ বিগত কয়েকমাস ধরেই দেখছি প্রশাসন খুবই তৎপর।যেদিন কট্টরপন্থী প্রধানমন্ত্রী সরাসরি বাংলাদেশীদের নাম নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেককিছুই বলেছিলেন সেদিনের পর থেকেই তারমধ্যে আমরাও সুযোগ তৈরী করে দিচ্ছি।উল্লেখ্য যে ইতালীয় আইন অনুসারী কোন আসামীর পরিচয় কিংবা ছবি প্রকাশ করা হয়না।
বার্তাবাজার/এসএম