ভারতের মানচিত্রে লাদাখ-জম্মু ও কাশ্মীরের একাংশ দেখা যাচ্ছে না! নিউজিল্যান্ড ক্রিকেটের সোশাল মিডিয়ায় এমনই এক মানচিত্রের ছবি পোস্ট করা হয়েছিল। তবে এরপরেই নেটদুনিয়ার তুমুল বিতর্কের ঝড় ওঠে। অনেকে এই ঘটনায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরকে এই প্রসঙ্গে পদক্ষেপ করতেও অনুরোধ করেন।
নিউজিল্যান্ড ভারত সফরে তিনটি টেস্ট খেলবে। যেখানে সেই তিন টেস্টের ভেন্যু এবং দিনক্ষণ ঘোষণা করতেই একটি গ্রাফিক্স কার্ড বানানো হয়। সেই কার্ড পোস্ট করা হয় নিউজিল্যান্ড ক্রিকেটের সোশাল মিডিয়ায়। ওই কার্ডেই ছিল ভারতের ভুল মানচিত্র। উত্তরদিকে লাদাখ এবং জম্মু ও কাশ্মীর এলাকার সীমানা অনেকখানি কমিয়ে দেখানো হয়েছিল।
এই ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। একটি স্বাধীন রাষ্ট্রের মানচিত্রে কী করে এত বড় ভুল হতে পারে, ওঠে সেই প্রশ্নও। নেটিজেনদের অনেকেই কিউয়ি বোর্ডকে সরাসরি বলেন সোশাল মিডিয়ায় এভাবে ভুল মানচিত্র প্রকাশ করা একেবারেই ঠিক হয়নি। কেউ বা আবার গোটা ঘটনায় বিসিসিআই এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের হস্তক্ষেপ দাবি করেন।
অবশ্য প্রবল সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত সোশাল মিডিয়া থেকে বিতর্কিত মানচিত্রের ছবি সরিয়ে দেয় নিউজিল্যান্ড বোর্ড। তবে এই ঘটনা নিয়ে তাদের তরফে দুঃখপ্রকাশ করা হয়নি। তার জেরে এখনও বিতর্ক চলছে নেটদুনিয়ায়।
এদিকে ৩৬ বছর পর ভারতের মাটিতে মেন ইন ব্লুদের বিপক্ষে টেস্ট জিতেছে ব্ল্যাক ক্যাপসরা। কিউয়িদের দাপটে প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে গুটিয়ে গিয়েছিলেন রোহিত শর্মা। বাকি দুটি টেস্টে ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজছেন রোহিত-কোহলিরা।
বার্তাবাজার/এসএম